ল্যাপটপের পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে খুলব?
অনেকদিন পর ল্যাপটপ চালু করে দেখলেন পাসওয়ার্ডই মনে নেই। কি একটা অবস্থা! ল্যাপটপেও আছে জরুরি ডেটা, তাই রিসেটও দেয়া যাবে না। চিন্তার কিছু নেই। পাসওয়ার্ড ভুলে গেলেও ল্যাপটপ খোলার একাধিক উপায় রয়েছে, যা আপনাকে ডেটা হারানো ছাড়াই ল্যাপটপ খুলে দেবে।
আজকের এই আর্টিকেলে আমরা জানবো, এমন পরিস্থিতিতে ল্যাপটপ আনলক করার সিকিউরড ম্যাথোডগুলো।
Windows ল্যাপটপের পাসওয়ার্ড আনলক করার উপায়
ল্যাপটপের ভুলে যাওয়া পাসওয়ার্ড রিকভারির ক্ষেত্রে একটি ভুল পদক্ষেপ হতে পারে আপনার মূল্যবান ডেটা লসের কারণ। এইজন্য অবৈধ থার্ড পার্টি কোনো সফটওয়্যার কিংবা পদ্ধতি ব্যবহার করে পাসওয়ার্ড খোলার চেষ্টা করবেন না। এমন কাজ আপনার ডেটা ও প্রাইভেসি দুইটাকেই ঝুকিতে ফেলতে পারে। আবার এতে করে অনেক সময় ডিভাইসের ওয়ারেন্টিও নষ্ট হতে পারে।
ল্যাপটপের পাসওয়ার্ড রিসেট করার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অপারেটিং সিস্টেমের জন্য ভিন্ন ভিন্ন পদ্ধতি রয়েছে। আমাদের দেশে যেহেতু উইন্ডোজ অপারেটিং সিস্টেম উইজার বেশী তাই নিচে প্রথমে উইন্ডোজের পাসওয়ার্ড রিসেটের সম্ভাব্য সকল ম্যাথোডগুলো উল্লেখ করা হলো। এর পরের অংশে আমরা ম্যাক ল্যাপটপের সমাধান খুঁজব। আরও পড়ুন – ল্যাপটপ হ্যাং সমস্যার সমাধান
Command Prompt দিয়ে রিসেট ( অ্যাডভান্সড ইউজারের জন্য )
অধিকাংশ ক্ষেত্রেই এই পদ্ধতিতে সমাধান পেয়ে যাবেন। আপনি যদি একটু টেকনিক্যাল হন এবং কমান্ড লাইন নিয়ে কাজ করতে পারেন, তাহলে Command Prompt ব্যবহার করে পাসওয়ার্ড রিসেট করা সম্ভব।
কীভাবে করবেন:
১. প্রথমে Windows এর লগইন স্ক্রিনে আসুন।
২. Shift চাপ দিয়ে ধরে Restart করুন, এতে Advanced Startup Options চালু হবে।
৩. এখানে Troubleshoot > Advanced options > Command Prompt সিলেক্ট করুন।
৪. কমান্ড প্রম্পটে নিচের কমান্ডটি টাইপ করুন
copy C:\Windows\System32\Utilman.exe C:\Windows\System32\Utilman.exebak
৫. এরপর Enter দিলে “1 file(s) copied” লেখা উঠবে। এখন আবার নিচের কমান্ডটি লিখুনঃ
copy C:\Windows\System32\cmd.exe C:\Windows\System32\Utilman.exe /y
৬. এবারও Enter দিলে “1 file(s) copied” লেখা উঠবে। এরপর স্বাভাবিকভাবে কমান্ড প্রম্পটের উইন্ডো বন্ধ করে “Continue” তে ক্লিক করলে সিস্টেম একবার রিবুট নিবে।
৭. এরপর পাসওয়ার্ড স্ক্রিনের ডান পাশের নিচে Accessibility তে ক্লিক করলে আবার কমান্ড প্রম্পট চালু হবে। এবার এখানে লিখুনঃ
net localgroup administrators
৮। Inter দেবার পর আপনার পিসিতে থাকা সকল Administrator নাম দেখাবে।
৯। এরপর টাইপ করুনঃ
net user (স্পেস দিয়ে Administrator উইজারনেম লিখুন) এরপর (আবার স্পেস দিয়ে স্টার সাইন “*” দিন )
যেমনঃ net user vertech *
১০। এরপর নতুন পাসওয়ার্ড দিতে বলবে। সাবধানে পাসওয়ার্ড দিবেন কারন এখানের ব্লাক স্ক্রিনে পাসওয়ার্ড দেখা যাবে না। Enter দিলে আবার পাসওয়ার্ড রিটাইপ করতে বলবে।
১১। এরপর কমান্ড প্রম্পট বন্ধ করে নতুন পাসওয়ার্ড দিলেই ল্যাপটপ চালু হবে।
১২। এবার কমান্ড প্রম্পট-এ যে চেঞ্জ গুলো করেছিলাম সেগুলো ঠিক করতে হবে। ল্যাপটপ লক করার পর পূর্বের মতো shift চাপা অবস্থায় Restart দিন। এখান থেকে Troubleshoot > Advanced options > Command Prompt সিলেক্ট করে লিখুনঃ
copy C:\Windows\System32\Utilman.exebak C:\Windows\System32\Utilman.exe
১৩। Enter চেপে YES লিখুন।
১৪। ব্যাস এবার কাজ শেষ। কমান্ড প্রম্পট কেটে “Continue” তে ক্লিক করে, নতুন পাসওয়ার্ড দিয়ে ল্যাপটপে লগ ইন করুন।
মনে রাখবেন:
- এক্ষেত্রে Username ঠিকঠাক জানা থাকতে হবে।
- এই পদ্ধতি শুধুমাত্র Administrator পারমিশন থাকলে কাজ করবে।
- সতর্কতার সঙ্গে কাজ করুন, ভুল কমান্ড দিলে সিস্টেমে সমস্যা হতে পারে।
আরও পড়ুন – ল্যাপটপ চালু হচ্ছে না? জেনে নিন কিভাবে করবেন প্রাথমিক ট্রাবলশ্যুটিং
Microsoft Account ব্যবহার করে পাসওয়ার্ড রিসেট
যদি আপনার ল্যাপটপে Microsoft Account দিয়ে লগইন করে থাকেন, তাহলে পাসওয়ার্ড ভুলে গেলেও সেটি অনলাইনে খুব সহজে রিসেট করতে পারবেন।
কীভাবে করবেন?
১. প্রথমে Microsoft এর পাসওয়ার্ড রিসেট পেজ এ যান।
২. সেখানে আপনার Microsoft Account এর ইমেইল বা ফোন নম্বর দিন।
৩. “Next” ক্লিক করে পরবর্তী ধাপ অনুসরণ করুন।
৪. আপনার রেজিস্টার করা ইমেইল বা ফোনে আসা ভেরিফিকেশন কোডটি দিন।
৫. নতুন পাসওয়ার্ড সেট করে সাবমিট করুন।
৬. এবার ল্যাপটপে সেই নতুন পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
Local Account এর জন্য Password Reset Disk
যদি আপনি উইন্ডোজে Local Account ব্যবহার করেন এবং আগে থেকে Password Reset Disk তৈরি করে রাখেন, তাহলে পাসওয়ার্ড ভুলে গেলেও খুব সহজে ল্যাপটপ খুলতে পারবেন।
কীভাবে করবেন?
১. লগইন স্ক্রিনে পাসওয়ার্ড ভুলে যাওয়ার পর “Reset Password” অপশন দেখতে পাবেন।
২. সেখানে ক্লিক করলে Password Reset Wizard চালু হবে।
৩. আপনার তৈরি করা Password Reset Disk (যেমন USB ফ্ল্যাশ ড্রাইভ) কম্পিউটার থেকে সংযুক্ত করুন।
৪. উইজার্ডের নির্দেশনা অনুসরণ করে নতুন পাসওয়ার্ড সেট করুন।
৫. সবশেষে নতুন পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
এই পদ্ধতি ব্যবহার করার জন্য অবশ্যই আগে থেকে Password Reset Disk তৈরি রাখা জরুরি।
Security Questions দিয়ে রিসেট
যদি আপনি উইন্ডোজে Local Account ব্যবহার করেন এবং প্রথমে পাসওয়ার্ড সেটআপের সময় সিকিউরিটি প্রশ্ন সেট করে থাকেন, তাহলে পাসওয়ার্ড ভুলে গেলেও সহজে রিসেট করতে পারবেন।
কীভাবে করবেন:
১. লগইন স্ক্রিনে ভুল পাসওয়ার্ড দিলে “Reset password” অপশন আসবে।
২. সেটিতে ক্লিক করুন।
৩. আপনার সেট করা সিকিউরিটি প্রশ্নগুলোর একে একে উত্তর দিন।
৪. সঠিক উত্তর দিলে নতুন পাসওয়ার্ড সেট করার অপশন আসবে।
৫. নতুন পাসওয়ার্ড লিখে কনফার্ম করুন এবং লগইন করুন।
যদি আগে থেকে সিকিউরিটি প্রশ্ন সেট করে রাখা থাকে, এই পদ্ধতি কেবল তখনই কাজ করবে। আরও পড়ুন – নতুন ল্যাপটপ কেনার পর করণীয়
macOS ল্যাপটপের পাসওয়ার্ড আনলক করার উপায়
অ্যাপলের এডভ্যান্সড সিকিউরিটি সিস্টেমের কারনে ম্যাকবুকের পাসওয়ার্ড শুধু নির্দিষ্ট কিছু পদ্ধতিতেই রিসেট করা যায়। চলুন দেখে নেই সেগুলোঃ
Apple ID দিয়ে রিসেট
যদি আপনার ম্যাকবুক Apple ID এর সাথে কানেক্ট থাকে, তাহলে পাসওয়ার্ড রিসেট করা খুব সহজ।
এক্ষেত্রেঃ
১. লগইন স্ক্রিনে কয়েকবার পাসওয়ার্ড ভুল দিলে “Reset using Apple ID” অপশন আসবে।
২. সেটি ক্লিক করে আপনার Apple ID ও পাসওয়ার্ড দিন।
৩. নির্দেশনা অনুসারে নতুন পাসওয়ার্ড সেট করুন।
৪. এরপর নতুন পাসওয়ার্ড দিয়ে ম্যাকবুকে লগইন করুন।
Recovery Mode ব্যবহার
যদি Apple ID দিয়ে রিসেট সম্ভব না হয়, তাহলে Recovery Mode চেষ্টা করতে পারেন।
যেভাবে করবেনঃ
১. ম্যাকবুক বন্ধ করুন।
২. Power বাটন চেপে ধরে রাখুন (বা Intel ম্যাক হলে Command + R) যতক্ষণ না macOS Utilities স্ক্রিন আসে।
৩. এখান থেকে সেটিং এ যান। এরপর এডমিনে Apple ID দিয়ে লগ ইন করুন।
৪. উপরের মেনু থেকে Utilities > Terminal এ যান।
৫. টার্মিনালে টাইপ করুন: resetpassword এবং Enter দিন।
৬. স্ক্রিনের নির্দেশনা অনুযায়ী নতুন পাসওয়ার্ড সেট করুন।
৭. এরপর ম্যাকবুক রিস্টার্ট করে নতুন পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
এসব পরিস্থিতি থেকে বাঁচতে করণীয়
ল্যাপটপের পাসওয়ার্ড ভুলে যাওয়া যতটা বিরক্তিকর, ততটাই সময় নষ্টের কারণ। তবে কিছু সহজ অভ্যাস মেনে চললে এই ঝামেলা এড়ানো সম্ভব।
১. নিয়মিত ব্যাকআপ নিন: আপনার গুরুত্বপূর্ণ ফাইল সবসময় ক্লাউড সার্ভিস (যেমন Google Drive, OneDrive, iCloud) অথবা এক্সটার্নাল হার্ডড্রাইভে ব্যাকআপ রাখুন। পাসওয়ার্ড ভুলে গেলেও ডেটা নিরাপদ থাকবে।
২. Password Reset Disk সেটআপ করুন: Windows ব্যবহার করলে আগে থেকেই একটি Password Reset Disk (USB ড্রাইভ) তৈরি করে রাখুন। প্রয়োজনে এটি দিয়ে সহজে পাসওয়ার্ড রিসেট করা যাবে।
৩. সিকিউরিটি প্রশ্ন সেট করুন: Local Account ব্যবহার করলে সিকিউরিটি কোর্সেন সেট করে রাখুন। এতে পাসওয়ার্ড ভুলে গেলেও কয়েকটি প্রশ্নের উত্তর দিয়ে সহজেই পাসওয়ার্ড রিসেট করতে পারবেন।
আপনার প্রয়োজন অনুযায়ী ল্যাপটপ খুঁজছেন? আজই Vertech-এ ভিজিট করুন এবং রিজনেবল প্রাইসে লেটেস্ট মডেলের ল্যাপটপটি হাতে নিন। লেটেস্ট টেকনোলজি, ফাস্ট পারফরম্যান্স এবং নির্ভরযোগ্য সার্ভিস- সব পাবেন আমাদের কাছে।
উপসংহার
সঠিক পদ্ধতি জানা থাকলে ল্যাপটপের পাসওয়ার্ড রিসেট করা সম্ভব। Windows বা macOS, দুটিতেই রয়েছে বিভিন্ন সিকিউর ম্যাথোড, যা দিয়ে সহজে পাসওয়ার্ড রিসেট করা যায়। সবসময় মনে রাখার মতো সহজ পাসওয়ার্ড ব্যবহার করুন এবং ভবিষ্যতে এধরণের ঝামেলা এড়াতে ব্যাকআপ, সিকিউরিটি কোশ্চেন ও রিসেট ডিস্ক সেটআপ করে রাখুন। এতে আপনি ঝামেলায় পড়লেও সমাধান পেতে বেশি সময় লাগবে না।
FAQs (সাধারণ প্রশ্নত্তর)
ল্যাপটপের পাসওয়ার্ড ভুলে গেলে কি ডেটা মুছে যাবে?
না, পাসওয়ার্ড ভুলে গেলে ডেটা নিজে থেকে মুছে যায় না। তবে ভুল পদ্ধতিতে পাসওয়ার্ড রিসেট করার চেষ্টা করলে ডেটা হারানোর ঝুঁকি থাকে।
Windows ল্যাপটপের পাসওয়ার্ড রিসেট করার সবচেয়ে সহজ উপায় কী?
যদি Microsoft Account দিয়ে লগইন করে থাকেন, তাহলে অনলাইনে Microsoft এর পাসওয়ার্ড রিসেট পেজ থেকে সহজেই নতুন পাসওয়ার্ড সেট করতে পারবেন।
Local Account এর পাসওয়ার্ড কিভাবে রিসেট করব?
আগে থেকে তৈরি করা Password Reset Disk বা সিকিউরিটি প্রশ্নের উত্তর দিয়ে Local Account এর পাসওয়ার্ড রিসেট করা যায়।
macOS (MacBook) এর পাসওয়ার্ড ভুলে গেলে কী করব?
Apple ID দিয়ে রিসেট করার চেষ্টা করুন। সম্ভব না হলে Recovery Mode ব্যবহার করে পাসওয়ার্ড পরিবর্তন করতে পারেন।
ল্যাপটপের পাসওয়ার্ড ভুলে গেলে কি টেকনিশিয়ানের সাহায্য নেওয়া উচিত?
যদি নিজে থেকে রিসেট করতে না পারেন, তাহলে পেশাদার টেকনিশিয়ানের কাছে যাওয়াই ভালো।

Borhan Uddin Alif is a writer with years of experience, focusing on technology, marketing, and storytelling, and enjoys exploring various niches and topics.