ল্যাপটপ ভালো রাখতে করণীয়

নতুন ল্যাপটপ কেনার পরে কাস্টমার সর্বপ্রথম আমাদের যে প্রশ্নটি করে তা হলো- “ল্যাপটপ ভালো রাখতে করণীয় কি?” এধরণের প্রশ্ন হয়তো আপনার মাথায়ও ঘুরপাক খায়। তাই আজ জানাবো ল্যাপটপ ভালো রাখার জন্য সম্ভাব্য সকল করণীয় আর কোন কোন বিষয়ে সতর্ক থাকা জরুরি তা নিয়ে সবকিছু। তাহলে চলুন, শুরু করা যাক। 

সফটওয়্যারভিত্তিক করণীয়

সফটওয়্যারই মূলত আপনার সিস্টেমের সাথে কানেকশন তৈরি করে। তাই ল্যাপটপের সফটওয়্যার মেইনটেন্যান্স সঠিকভাবে না করলে খুব সহজেই পারফরম্যান্স কমে যেতে পারে। তাই নিয়মিত কিছু সফটওয়্যারভিত্তিক নির্দেশনা মেনে চলুন।

অপারেটিং সিস্টেম ও সফটওয়্যার আপডেট রাখুন

অনেক সময় আমরা Windows বা অন্য অপারেটিং সিস্টেমের আপডেট স্কিপ করি। কিন্তু নিয়মিত আপডেট না দিলে সিকিউরিটি দুর্বল হয়ে যায় এবং সিস্টেম স্লো হতে শুরু করে। তাই ল্যাপটপের সকল সফটওয়্যার – বিশেষ করে অপারেটিং সিস্টেমকে লেটেষ্ট ভার্সনে আপডেট করে রাখুন।

অপ্রয়োজনীয় অ্যাপ ও সফটওয়্যার আনইনস্টল করুন

ল্যাপটপে যত বেশি অপ্রয়োজনীয় অ্যাপ ইনস্টল থাকবে, তত বেশি স্টোরেজ ও মেমোরি ইউজ হবে। এতে সিস্টেম স্লো হয়ে যাবার সম্ভাবনা থাকে। তাই মাঝে মাঝে কন্ট্রোল প্যানেল থেকে চেক দিয়ে অপ্রয়োজনীয় সফটওয়্যার আনইনস্টল করে দিন।

স্টার্টআপ প্রোগ্রাম নিয়ন্ত্রণ করুন

ল্যাপটপ অন করার সময় অনেক প্রোগ্রাম নিজে থেকেই চালু হয়ে যায়। এগুলোকে মূলত স্টার্টআপ এনেবল সফটওয়্যার বলা হয়। এই প্রোগ্রামগুলো সিস্টেমের লোডিং টাইম বাড়ায় এবং সিস্টেম স্লো করে। টাস্ক ম্যানেজারের “Startup” ট্যাব থেকে যেসব প্রোগ্রামের দরকার নেই, সেগুলো Disable করে দিন।

অ্যান্টিভাইরাস ব্যবহার করুন

ভাইরাস বা ম্যালওয়্যার ব্যাকগ্রাউন্ডে চলতে থাকলে প্রসেসরের ওপর বাড়তি প্রেসার তৈরি হয়। এর ফলে ল্যাপটপ স্লো হয়ে যায় এবং হ্যাং করার প্রবণতা দেখা দেয়। তাই Windows Defender বা যেকোনো ভালো অ্যান্টিভাইরাস দিয়ে নিয়মিত স্ক্যান করুন।

স্টোরেজ পরিষ্কার রাখুন

অপ্রয়োজনীয় ফাইল, ক্যাশ বা টেম্পোরারি ডাটা ল্যাপটপকে স্লো করে দেয়। এজন্য “Disk Cleanup” বা “Storage Sense” ব্যবহার করে স্টোরেজ ফ্রি রাখুন। চাইলে CCleaner-এর মতো সফটওয়্যারও ব্যবহার করতে পারেন।

হার্ডওয়্যারভিত্তিক করণীয়

সফটওয়্যারের পাশাপাশি ল্যাপটপের হার্ডওয়্যার যত্নে রাখাও সমান গুরুত্বপূর্ণ। সঠিকভাবে হার্ডওয়্যার মেইনটেন্যান্স করলে ল্যাপটপ দীর্ঘদিন ভালো পারফরম্যান্স দিতে সক্ষম হবে।

ফ্যান ও ভেন্ট পরিষ্কার রাখুন

ল্যাপটপের ফ্যান ও ভেন্টে ধুলো জমে গেলে কুলিং সিস্টেম ঠিকভাবে কাজ করতে পারে না। ফলে তাপ বের হতে না পেরে ল্যাপটপ দ্রুত গরম হয়ে যায়। তাই নির্দিষ্ট সময় পরপর ফ্যান ও ভেন্ট ব্রাশ বা এয়ার ব্লোয়ার দিয়ে পরিষ্কার করুন। আরও পড়ুন – ল্যাপটপ অতিরিক্ত গরম হলে করনীয় কি?

কুলিং প্যাড ব্যবহার করুন

দীর্ঘ সময় কাজ করলে ল্যাপটপ অতিরিক্ত গরম হতে পারে। এ ক্ষেত্রে কুলিং প্যাড ব্যবহার করলে, প্যাডের অতিরিক্ত ফ্যানের সাহায্যে ভেতরের তাপ দ্রুত বের হয়ে যায় এবং ল্যাপটপ ঠান্ডা থাকে।

ব্যাটারি ও চার্জারের সঠিক ব্যবহার

নকল বা নিম্নমানের চার্জার ব্যবহার করলে শুধু ব্যাটারিই নয়, পুরো ল্যাপটপ ক্ষতির সম্মুখীন হতে পারে। এইজন্য সবসময় অরিজিনাল চার্জার এবং ব্যাটারিতে ২০%–৮০% এর মধ্যে চার্জ রাখার চেষ্টা করুন। আরও পড়ুন – ল্যাপটপের ব্যাটারি ভালো রাখার উপায়

স্টোরেজ ও মেমোরি আপগ্রেড করুন

পুরানো ল্যাপটপগুলোতে সাধারণত HDD থাকে, যা হিট হয় এবং এর রিড রাইট স্পিডও অনেক স্লো। এর পরিবর্তে SSD ব্যবহার করলে ল্যাপটপ ফাস্ট কাজ করবে এবং হিটিং ইস্যুও কমবে। পাশাপাশি মাল্টিটাস্কিং করতে RAM আপগ্রেড করে নিতে পারেন।

থার্মাল পেস্ট রিএপ্লাই করুন 

থার্মাল পেস্ট মূলত প্রসেসরের টেম্পারেচারকে হিটসিঙ্কে পৌঁছাতে  সাহায্য করে। কয়েক বছর পরপর এই পেস্ট শুকিয়ে যায় বলে কুলিং সিস্টেম ঠিকমতো কাজ করে না। তাই প্রয়োজনে অভিজ্ঞ টেকনিশিয়ানের মাধ্যমে নতুন থার্মাল পেস্ট লাগান।

কিছু করণীয় অভ্যাস 

ল্যাপটপ দীর্ঘদিন ভালো রাখতে ছোট ছোট কিছু নিয়ম মেনে চললে ডিভাইসের পারফর্ম্যান্স দীর্ঘদিন টিকানো সম্ভব।

সমতল ও শক্ত জায়গায় ব্যবহার করুনঃ বিছানা বা বালিশের ওপর ল্যাপটপ ব্যবহার করলে ভেন্ট ব্লক হয়ে যায় এবং ভেতরের তাপ বের হতে পারে না। তাই সবসময় টেবিল বা সমতল জায়গায় ল্যাপটপ ব্যবহার করুন।

দীর্ঘ সময় কাজের মাঝে বিরতি দিনঃ দীর্ঘ সময় ল্যাপটপ চালালে প্রসেসর ও ব্যাটারির ওপর বাড়তি চাপ পড়ে। তাই কয়েক ঘণ্টা কাজ করার পর সামান্য বিরতি দিয়ে ল্যাপটপ রিস্টার্ট করুন।

চার্জিং লেভেলঃ ব্যাটারিকে সম্পূর্ণ ডিসচার্জ করা বা সবসময় প্লাগ ইন রাখা- দুটোই ক্ষতিকর। চেষ্টা করুন ব্যাটারিকে ২০%–৮০% এর মধ্যে রাখতে। এতে ব্যাটারির স্থায়িত্ব বাড়বে। আরও পড়ুন – চার্জে দিয়ে ল্যাপটপ ব্যবহার করলে কি ক্ষতি হয়?

খাবার ও পানীয় থেকে দূরে রাখুনঃ অনেক সময় অসাবধানতাবশত চা, কফি বা পানি পড়ে গিয়ে ল্যাপটপ নষ্ট হয়ে যায়। তাই কাজের সময় ল্যাপটপ থেকে খাবার ও পানীয় দূরে রাখুন।

ল্যাপটপ খোলা-বন্ধে সতর্ক থাকুনঃ ল্যাপটপের হিঞ্জ (hinge) অনেক সেনসেটিভ ও নমনীয়। এক হাতে খোলা বা জোরে বন্ধ করলে সহজেই এটি ড্যামেজ হতে পারে। সবসময় দুই হাতে সাবধানে খোলা-বন্ধ করার অভ্যাস করুন।

নতুন ল্যাপটপ কেনার পর করণীয়

নতুন ল্যাপটপ হাতে পাওয়ার পর আমরা সবসময় আমাদের কাস্টমারদের এই কাজগুলো করার সাজেশন দেই।  

  • নতুন ল্যাপটপের ব্যাটারি প্রথম কয়েকবার চার্জ দেওয়ার সময় ২০%–৮০% চার্জিং রেঞ্জ মেনে চলা ভালো। এতে ব্যাটারি এর সম্পূর্ণ পাওয়ারে অপটিমাইজড হতে পারে।
  • ল্যাপটপের OS (Windows, macOS বা অন্য) এবং সকল ড্রাইভার আপডেট করে নিন। এতে সিকিউরিটি স্ট্রং হবে এবং সফটওয়্যারের সাথে হার্ডওয়্যার সামঞ্জস্য ভালো থাকবে।
  • নতুন ল্যাপটপে সিকিউরিটি সফটওয়্যার ইনস্টল করা উচিত। এটি ভাইরাস, ম্যালওয়্যার বা যেকোনো থার্ড পার্টি সফটওয়্যার থেকে সুরক্ষা দিবে।
  • অপ্রয়োজনীয় সফটওয়্যার ইনস্টল না করে শুধু প্রয়োজনীয় অ্যাপ এবং অফিস/স্টাডি প্রোগ্রামগুলো ইনস্টল করুন। এতে স্টোরেজ ও প্রসেসরের ওপর প্রেসার কম থাকবে।
  • নতুন ল্যাপটপে অবশ্যই ব্যাকআপ সেট করে নিন। এক্ষেত্রে ক্লাউড স্টোরেজ বা এক্সটার্নাল হার্ডডিস্ক ব্যবহার করতে পারেন। এতে আপনার গুরুত্বপূর্ন ডেটা সিকিউরড থাকবে।
  • ল্যাপটপের নিরাপত্তা ও কুলিং বজায় রাখতে একটি ভালো মানের কেস ও কুলিং প্যাড ব্যবহার করতে পারেন। কুলিং প্যাড ব্যবহারে ল্যাপটপে সাধারণত ওভার হিটিং ইস্যু হবে না। এছাড়াও একটা ডিউরেবল কেস আপনার ল্যাপটপকে সকল এক্সটারনাল ড্যামেজ থেকে সুরক্ষা দেবে। 

নিশ্চিন্তে নতুন ল্যাপটপ কিনুন Vertech থেকে!

আমাদের কাছে পাবেন সাশ্রয়ী দামে অফিসিয়াল ওয়ারেন্টি সহ নতুন ল্যাপটপ। ১০০% অরিজিনাল প্রোডাক্ট এবং বিশ্বস্ত সাপোর্ট শুধুমাত্র Vertech-এ। তাই এখনই ভিজিট করুন: www.vertech.com.bd এবং আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক ল্যাপটপটি বেছে নিন সেরা ডিসকাউন্ট অফারে।

এই যুগে ল্যাপটপ আমাদের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ। তাই এটি ব্যবহারে সঠিক যত্ন ও অভ্যাস গড়ে তোলা উচিত। নিয়মিত হার্ডওয়্যার ও সফটওয়্যার মেইনটেন্যান্স, ঠিকভাবে ব্যাটারি ও চার্জার ব্যবহার, কুলিং সিস্টেম ম্যানেজমেন্ট, ইত্যাদি একটি ল্যাপটপের পারফরম্যান্সকে দীর্ঘ সময় ধরে স্থিতিশীল রাখবে।

সর্বোপরি, ল্যাপটপের দীর্ঘস্থায়ী ব্যবহার এবং স্টেবল পারফরম্যান্স নিশ্চিত করতে সবসময় ছোট ছোট সতর্কতা মেনে চলা চলুন। এগুলো পালন করলে আপনার প্রিয় ল্যাপটপ হবে দীর্ঘস্থায়ী, কার্যকর এবং সর্বোচ্চ পারফরম্যান্সে চলমান।

FAQs (সাধারণ প্রশ্নত্তর)

নিচের প্রশ্নগুলো আমরা প্রায়শই আমাদের কাস্টমারদের থেকে পেয়ে থাকি। 

ল্যাপটপ অতিরিক্ত গরম হওয়ার প্রধান কারণ কী?

ল্যাপটপ অতিরিক্ত গরম হওয়ার সাধারণ কারণ হলো ফ্যান বা ভেন্টে ধুলো জমে থাকা, একাধিক ভারী সফটওয়্যার একসাথে চালানো, থার্মাল পেস্ট শুকিয়ে যাওয়া, বা ব্যাটারি ও চার্জারের সমস্যা।

নতুন ল্যাপটপ প্রথমবারে কীভাবে চার্জ করা উচিত?

নতুন ল্যাপটপের প্রথম কয়েকবার চার্জ দেওয়ার সময় ২০%–৮০% চার্জিং রেঞ্জ মেনে চলা ভালো। 

ল্যাপটপের ব্যাটারি দীর্ঘস্থায়ী রাখতে কী করা উচিত?

ব্যাটারি সম্পূর্ন  ডিসচার্জ বা ১০০% চার্জের পরেও প্লাগ ইন রাখার অভ্যাস এড়াতে হবে। এছাড়াও সবসময় অরিজিনাল অথবা ভালো মানের অথরাইজড চার্জার ব্যবহার করুন।  

সফটওয়্যার ঠিক রাখার জন্য কী করণীয়?

ল্যাপটপের সফটওয়্যার ঠিক রাখতে সকল প্রোগ্রাম এবং OS আপডেট রাখুন এবং অ্যান্টিভাইরাস ব্যবহার করুন। এছাড়াও হার্ডয়্যারের ড্রাইভার নিয়মিত আপডেট করুন। 

ল্যাপটপের ফ্যান ও ভেন্ট কিভাবে পরিষ্কার রাখবেন?

নিয়মিত ব্রাশ বা এয়ার ব্লোয়ার দিয়ে ল্যাপটপের ফ্যান ও ভেন্ট পরিষ্কার করুন। এতে কুলিং সিস্টেম সঠিকভাবে কাজ করে হিটিং ইস্যু কমবে।

Similar Posts