ল্যাপটপের ডিসপ্লের আলো না আসলে করণীয়

ল্যাপটপের ডিসপ্লের আলো না আসলে করণীয়

ল্যাপটপ অন করলেন, পাওয়ার লাইট জ্বলে উঠলো, এমনকি ফ্যানের আওয়াজও শোনা যাচ্ছে। কিন্তু স্ক্রিন একেবারে ব্ল্যাক? চিন্তার কিছু নেই। এটা অনেকেরই হয়। আমরা প্রায় প্রতিদিনই এমন সমস্যার  কথা শুনে থাকি। কখনো কি ভেবেছেন যে, এর পেছনে কী কী কারণ থাকতে পারে? আসলে এই সমস্যার পেছনে বিভিন্ন সফটওয়্যার সেটিংস বা হার্ডওয়্যারজনিত কারণ থাকে। সঠিক কারণ খুঁজে বের করতে পারলে সমাধানও করা সম্ভব। এই আর্টিকেলে আমরা জানবো ল্যাপটপের ডিসপ্লের আলো না আসার সম্ভাব্য কারণ ও তার করণীয় নিয়ে সবকিছু। 

ডিসপ্লের আলো না আসার কিছু সাধারণ কারন

ল্যাপটপের স্ক্রিনে আলো না আসা অনেক সময় বড় কোনো সমস্যা মনে হলেও, বেশিরভাগ ক্ষেত্রেই এর পেছনে থাকে কিছু সাধারণ কারণ। যেমনঃ 

১. Brightness Level কমিয়ে রাখা

সবচেয়ে সাধারণ কিন্তু খেয়াল না করার মতো একটা কারণ হলো Brightness। অনেক সময় ভুলবশত কীবোর্ড শর্টকাট চেপে Brightness একদম কমিয়ে ফেলা হয়। তখন মনে হবে স্ক্রিন চালু নেই। তাই প্রথমেই কীবোর্ডের Brightness বাটন চেক করে দেখুন, হয়তো সমাধান এখানেই লুকিয়ে আছে।

২. Display Settings সমস্যা

অনেকেই ল্যাপটপে এক্সটার্নাল মনিটর কানেক্ট করে কাজ করেন। সেক্ষেত্রে যদি Display Settings ভুলভাবে সেট হয়ে যায়, তাহলে ল্যাপটপের স্ক্রিনে কিছুই দেখা নাও যেতে পারে। যেমনঃ স্ক্রিন আউটপুট যদি শুধু এক্সটার্নাল ডিসপ্লেতে দেওয়া থাকে, তাহলে ল্যাপটপের স্ক্রিন ব্ল্যাক হয়ে থাকবে। এই অবস্থায় কীবোর্ড শর্টকাট (সাধারণত Fn + F4/F5/F8) ব্যবহার করে Display Mode চেঞ্জ করে দেখতে পারেন।

৩. Graphic Driver Corruption

গ্রাফিক্স ড্রাইভার ল্যাপটপের ভিজ্যুয়াল আউটপুট কন্ট্রোল করে। যদি ড্রাইভার এরর হয় বা আপডেটের সময় কোনো ইস্যু ঘটে, তবে ডিসপ্লে চালু হবে না। এর ফলে ল্যাপটপ অন থাকলেও স্ক্রিন ব্ল্যাক হয়ে যায়। এই সমস্যা সাধারণত Windows Update বা নতুন কোনো সফটওয়্যার ইনস্টলের পর দেখা দেয়।

৪. Loose Connection (Display Cable/Connector)

ল্যাপটপের মাদারবোর্ড আর ডিসপ্লে প্যানেলের মধ্যে একটা ক্যাবল থাকে, যেটাকে Display Cable বলা হয়। এই কেবল যদি ঠিকমতো বসানো না থাকে বা ঢিলে হয়ে যায়, তাহলে ডিসপ্লেতে কোনো আলো আসবে না। বিশেষ করে ল্যাপটপ পড়ে গেলে বা পুরোনো হলে এই সমস্যা বেশি দেখা দেয়।

৫. Backlight বা Inverter নষ্ট হওয়া

পুরনো ল্যাপটপে ব্যাকলাইট চালাতে Inverter ব্যবহার করা হয়। Inverter ড্যামেজ হয়ে গেলে বা LED Backlight পুড়ে গেলে ডিসপ্লে একেবারেই অন্ধকার হয়ে যায়। এই সমস্যায় স্ক্রিন আসলে কাজ করে, কিন্তু আলো না থাকায় কিছুই দেখা যায় না। যদি খুব কাছাকাছি গিয়ে দেখেন, তবে হালকা করে ছবি দেখা যেতে পারে। এটাকে বলে “backlight failure”।

৬. Power বা Motherboard সমস্যা

ডিসপ্লেতে আলো আসতে হলে মাদারবোর্ড থেকে পাওয়ার সাপ্লাই পৌঁছানো জরুরি। কিন্তু মাদারবোর্ডে কোনো সমস্যা হলে বা পাওয়ার সার্কিট ড্যামেজ হলে ব্যাকলাইট কাজ করবে না। এটি একটি মারাত্নক ইস্যু এবং নিজে সমাধান করা যায় না। এক্ষেত্রে প্রফেশনাল টেকনিশিয়ানের সাহায্য নিতে হয়। আরও পড়ুন – ল্যাপটপের মাদারবোর্ড নষ্ট হওয়ার কারণ ও সমাধান

ডিসপ্লের আলো না আসার কিছু সম্ভাব্য সমাধান

ডিসপ্লেতে আলো না আসা মানেই ল্যাপটপ একেবারে শেষ – ব্যাপারটা কিন্তু এমন নয়। বেশিরভাগ সময়ই কিছু সহজ ট্রাবলশুটিং করলে সমাধান পাওয়া যায়। তবে হ্যাঁ, সবকিছু আপনার হাতে নেই। তাই আগে সফটওয়্যারভিত্তিক কিছু সমাধান দেখে নিই, তারপর হার্ডওয়্যার নিয়ে কথা বলবো।

সফটওয়্যারভিত্তিক সমাধান

Brightness আর Display Settings চেক করুন:প্রথমেই Display Brightness কীবোর্ড শর্টকাট ব্যবহার করে বাড়িয়ে নিন। তারপর Display Settings-এ গিয়ে দেখুন এক্সটার্নাল মনিটরে আউটপুট সিলেক্ট হয়ে আছে কিনা। অনেক সময় শুধু এটুকুতেই সমস্যা মিটে যায়।

External Monitor দিয়ে টেস্ট করুন: ল্যাপটপে HDMI বা VGA দিয়ে একটা এক্সটার্নাল মনিটর কানেক্ট করুন। যদি তাতে ডিসপ্লে আসে, বুঝবেন আপনার ল্যাপটপের মাদারবোর্ড ঠিক আছে, সমস্যা স্ক্রিন বা ব্যাকলাইটে।

Graphic Driver আপডেট বা রিইনস্টল করুন: ড্রাইভার করাপ্ট হলে ডিসপ্লে কাজ নাও করতে পারে। তাই অফিসিয়াল ওয়েবসাইট থেকে নতুন গ্রাফিক্স ড্রাইভার ডাউনলোড করে ইনস্টল দিন। বেশিরভাগ সময়ে ড্রাইভার আপডেটেই সমাধান মিলে যায়।

Safe Mode এ বুট করুন: Windows Safe Mode-এ বুট করলে ডিফল্ট সেটিংস দিয়ে সিস্টেম চালু হয়। যদি Safe Mode-এ স্ক্রিনে ঠিকঠাক আলো আসে, তাহলে ধরে নিতে পারেন ড্রাইভার বা সফটওয়্যারের ইস্যুই আসল সমস্যা।

আরও পড়ুন – ল্যাপটপ ভালো রাখতে করণীয়

হার্ডওয়্যারভিত্তিক সমাধান

Display Cable কানেকশন চেক করুন: কেবল ঢিলে হলে বা ড্যামেজ হলে ডিসপ্লে লাইট আসবে না। যদি টেকনিক্যাল নলেজ থাকে তবে ওপেন করে চেক করতে পারেন। না হলে অবশ্যই টেকনিশিয়ানের কাছে নিয়ে যান।

Backlight বা Inverter রিপ্লেস করুন: যদি ব্যাকলাইট নষ্ট হয়ে যায় বা পুরোনো ল্যাপটপে Inverter ড্যামেজ হয়, তাহলে একে রিপ্লেস করা ছাড়া উপায় নেই। এই কাজটা অবশ্য প্রফেশনাল সার্ভিসেই করা ভালো।

Power Supply বা Motherboard টেষ্ট করুন: মাদারবোর্ডে পাওয়ার সার্কিট সমস্যা হলে ডিসপ্লেতে বিদ্যুৎ পৌঁছাবে না। এ ধরনের কাজ ঘরে বসে করার মতো না। সার্ভিস সেন্টারই শেষ ভরসা।

প্রফেশনাল হেল্প নিন: সব চেষ্টা করেও যদি কাজ না হয়, তবে আর দেরি না করে একজন অভিজ্ঞ টেকনিশিয়ানের কাছে নিয়ে যান। অযথা দেরি করলে সমস্যা আরও বাড়তে পারে।

কখন প্রফেশনাল হেল্প নেওয়া উচিত

যদি দেখেন পাওয়ার লাইট জ্বলছে, ফ্যান ঘুরছে – কিন্তু স্ক্রিন একদম ব্ল্যাক। ব্রাইটনেস বাড়ানো বা এক্সটার্নাল মনিটরেও কিছু না দেখালে ধরে নিতে হবে সমস্যাটা সিরিয়াস। এছাড়া ল্যাপটপ পড়ে গিয়ে বা চাপ খেয়ে ডিসপ্লে কেবল নষ্ট হয়ে গেলে নিজে কিছু করার সুযোগ নেই। এটার জন্য এক্সপার্ট হাতে রিপ্লেসমেন্ট লাগবে। আরও পড়ুন – ল্যাপটপ চালু হচ্ছে না? জেনে নিন কিভাবে করবেন প্রাথমিক ট্রাবলশ্যুটিং

যদি খুব মনোযোগ দিয়ে ল্যাপটপের স্ক্রিনের কাছে চোখ নিয়ে দেখেন যে হালকা ছবি দেখা যায়, তাহলে বুঝবেন ব্যাকলাইট পুড়ে গেছে। এই কাজ ঘরে বসে ঠিক করা যায় না। আবার মাদারবোর্ডে সমস্যা হলে সেটা খুঁজে বের করা এবং রিপেয়ার করা অনেক জটিল কাজ। ভুল করে কিছু করলে উল্টো পুরো মাদারবোর্ডই নষ্ট হয়ে যেতে পারে। তাছাড়া সফটওয়্যার-সাইডের সব চেষ্টা করেও যদি আলো না আসে, তাহলে ধরেই নেন সমস্যাটা হার্ডওয়্যার-সাইডে। এই ক্ষেত্রে আর দেরি না করে কোন টেকনিশিয়ানের কাছে যান।

ল্যাপটপের ডিসপ্লেতে আলো না আসা সমস্যাটা প্রথমে গুরুতর মনে হলেও, আসলে এর পেছনে অনেক সাধারণ কারণ থাকতে পারে। অনেক সময় Brightness, Display Settings বা গ্রাফিক্স ড্রাইভারের মতো ছোটখাটো সেটিংস চেক করলেই সমাধান পাওয়া যায়। তবে যদি সমস্যা ডিসপ্লে কেবল, ব্যাকলাইট বা মাদারবোর্ডে হয়, তাহলে সেটা প্রফেশনাল রিপেয়ারের কাজ।

সব চেষ্টা করার পর যদি দেখা যায় সমস্যাটা এতটাই গুরুতর যে ল্যাপটপ রিপেয়ার না করে বদলানোই একমাত্র সমাধান – তাহলে নতুন ল্যাপটপ কেনার জন্য ভরসা করতে পারেন Vertech-এর ওপর। এখানে আপনি পাবেন আপনার প্রয়োজন অনুযায়ী, সাশ্রয়ী দামে এবং নির্ভরযোগ্য ওয়ারেন্টি সুবিধাসহ লেটেস্ট মডেলের সকল ল্যাপটপ। তাই পুরনো ল্যাপটপে সময় নষ্ট না করে, আজই দেখে নিতে পারেন Vertech-এর অফিসিয়াল ল্যাপটপ কালেকশন। ভিজিট করুনঃ www.vertechbd.com 

FAQs

ল্যাপটপ অন হচ্ছে, কিন্তু স্ক্রিন ব্ল্যাক কেন দেখাচ্ছে?

এর পেছনে Brightness কমিয়ে রাখা, Display Settings সমস্যা, ড্রাইভার করাপ্ট হওয়া, ডিসপ্লে কেবল ঢিলে হয়ে যাওয়া বা ব্যাকলাইট নষ্ট হওয়ার মতো কারণ থাকতে পারে।

কীভাবে বুঝবো সমস্যাটা সফটওয়্যারের নাকি হার্ডওয়্যারের?

যদি এক্সটার্নাল মনিটরে ডিসপ্লে আসে বা Safe Mode-এ স্ক্রিন চালু হয়, তবে সমস্যা সফটওয়্যারের। আর যদি কোথাওই ডিসপ্লে না আসে, তবে ধরে নিতে হবে হার্ডওয়্যারের ইস্যু।

ল্যাপটপের ব্যাকলাইট নষ্ট হলে কি পুরো স্ক্রিন বদলাতে হবে?

না, সবসময় এমনটা দুরকার হয় না। অনেক সময় শুধু ব্যাকলাইট বা ইনভার্টার রিপ্লেস করলেই সমাধান হয়ে যায়। তবে এটা ল্যাপটপের মডেলের ওপর নির্ভর করে।

ঘরে বসে কি ডিসপ্লে কেবল বা ব্যাকলাইট ঠিক করা সম্ভব?

টেকনিক্যাল স্কিল না থাকলে করা উচিত না। ল্যাপটপ ভুলভাবে খুললে আরও বড় ক্ষতি হতে পারে। তাই প্রফেশনাল টেকনিশিয়ানের সাহায্য নেওয়াই নিরাপদ।

কখন ল্যাপটপ সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়া জরুরি?

সফটওয়্যার সেটিংস চেক করার পরও আলো না আসলে, ব্যাকলাইট/ডিসপ্লে কেবল নষ্ট হলে বা মাদারবোর্ড ইস্যু থাকলে অবশ্যই সার্ভিস সেন্টারে যেতে হবে।

Similar Posts